ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের বাজারে WhatsApp যদি বাঘা তেঁতুল হয়, তবে Telegram (টেলিগ্রাম) যে বুনো ওল তাতে কোনো সন্দেহ নেই! আসলে পারফরম্যান্স সরবরাহের নিরিখে Telegram এমনিতে তো বেশ জনপ্রিয় বটেই, তাছাড়াও এটিও প্রায়শই নিত্যনতুগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।