ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের বাজারে WhatsApp যদি বাঘা তেঁতুল হয়, তবে Telegram (টেলিগ্রাম) যে বুনো ওল তাতে কোনো সন্দেহ নেই! আসলে পারফরম্যান্স সরবরাহের নিরিখে Telegram এমনিতে তো বেশ জনপ্রিয় বটেই, তাছাড়াও এটিও প্রায়শই নিত্যনতুগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

আসলে এবার থেকে Telegram ইউজাররা মেসেজিং অ্যাপ থেকেই ক্রিপ্টো ন ফিচার এনে থাকে। সেক্ষেত্রে ডিজিটাল জগতে সময় কাটানো ইউজারদের জন্য এবার সংস্থাটি আরেকটি নতুন ফিচার প্রকাশ করেছে যা অত্যন্ত পেমেন্ট করতে পারবেন।

এখন থেকে টেলিগ্রাম ইউজাররা যে ক্রিপ্টোকারেন্সি ‘টনকয়েন’ লেনদেন করবেন এর জন্য কোনো ফি লাগবে না। এছাড়া এই ফিচার সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই পরিষেবার সাথে, ব্যবহারকারীদের দীর্ঘ ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে না; এমনকি কনফার্মেশেনের জন্য অপেক্ষাও করতে হবে না।

বর্তমানে প্রায় ৫৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করে। সেক্ষেত্রে টেলিগ্রাম কোম্পানি আগেও এই পেমেন্ট ফিচার আনার পরিকল্পনা করেছিল, কিন্তু এইউএস (AUS) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) থেকে আইনি চ্যালেঞ্জ পাওয়ার পর অতীতে এই পরিকল্পনাটি স্থগিত করা হয়। তবে এখন সমস্ত বাধা বিপত্তি কেটেছে। আর এই ফিচারটির আগমনে ক্রিপ্টোকারেন্সির রমরমার সাথে টেলিগ্রাম জুড়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখি, টেলিগ্রামের সিইও পাভেল দুরভ যখন টনকয়েন চালু করেন তখন এটিকে প্ল্যাটফর্ম থেকে আলাদা রাখা হয়েছিল। তবে এখন, এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই যেকোনো পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদান করতে পারবেন।